আমার ঈদ: এদিন সেদিন
লিখেছেন লিখেছেন একপশলা বৃষ্টি ২৯ জুলাই, ২০১৪, ০৩:১৪:৫০ দুপুর
শীতের সকাল। জানি না, সকাল বলা ঠিক হচ্ছে কি-না! এমন ভূতুরে অবস্থায় সকাল বলাটা আমার কাছে ঠিক যায় না। পাখির কিচির মিচির নেই, নেই প্রভাতের মৃদু হাওয়ার মনমাতানো আবেশ। শীতের সকালে ঘাসের ডগায় শিশির কণার উপস্থিতি আছে তবে সেটা দৃশ্যমান হতে দুপুর গড়িয়ে যায় হরহামেশা। ঘুম থেকে উঠার জন্য ডাক পড়েছে। মন চায় না, উঠি! আম্মু বার কয়েক ডাকাডাকি করে গেছেন। ঘুমু ঘুমু চোখে জবাব দিয়ে কেবল পার্শ্ব পরিবর্তন করেছি, এই যা! হঠাৎ কানে এল, 'এই আজ ঈদের দিন। জামাতে যাবে না'। এবার যায় কোথায়! এক ঝাপ্টায় কম্বলসম্বল ছিটকে ফেলে দে দৌড়। এমন হাড় কাঁপানো শীতেও পুকুরে নেমে গোসল আর হইহুলোর! সকাল সকাল ঈদগাহে উপস্থিতি, আর বড়দের জুতা পাহারাদারী! এর পর বাড়ি ফিরে খাবার খেয়ে সারা দিনের জন্য নিরুদ্ধেশ! সেকালেই ঈদের সেলামি যেমন দুষ্পাপ্য ছিল তেমনি গৎ বাঁধা সেলাম-সেলামিও আমাদের গ্রাম-দেশে প্রচলিত ছিল না। সমবয়সিদের সাথে খেলাধুলা করেই কাটত আমাদের ঈদ উপলক্ষ।
সময়ের সাথে সাথে পাল্টে গেছে দৃশ্যপট। এখন সেলাম আর সেলামির প্রচলন হয়েছে। বেড়েছে ছোট্ট বাচ্ছাদের কোলাহল। যাকে পাচ্ছে ঘিরে ধরছে আর আদায় করে নিচ্ছে সেলামি। আমাদের বয়সিরাও সেলামির তালিকায় অন্তর্ভুক্ত! জামাত শেষে মৃত আত্মীয়-স্বজনদের কবর যেয়ারত আর সেলামি বিতরণ ছাড়া তেমন কোনো ব্যস্ততাঈ থাকে না এখন।
মনে হয়, ঈদ আছে, উচ্ছলতা নেই। প্রাণ আছে স্পন্দন নেই! তবু ভালোই কাটে ঈদ।
ঈদ মোবারক; মোবারক হউক ঈদ!
বিষয়: বিবিধ
১১৮১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন